রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে এক শিক্ষার্থীকে গুরুতর আহত করার জেরে অভিযুক্ত মোটর সাইকেল চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত মোটর সাইকেল চালক ফেরদৌস মাহমুদ নিয়ন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫ তম ব্যাচের আ ফ ম কামালউদ্দিন হলের শিক্ষার্থী।
রবিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ ফেব্রুয়ারি মওলানা ভাসানী হল সংলগ্ন রাস্তায় বেপরোয়া মটর সাইকেল চালিয়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসানকে ধাক্কা দিয়ে আহত করে মটর সাইকেল চালক ফেরদৌস মাহমুদ নিয়ন।
এই ঘটনা অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনাপূর্বক নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনায় আহত জাহিদ হাসানের চিকিৎসাবাবদ ফেরদৌস ১ লাখ টাকা প্রদান করবেন। ফেরদৌসের ছাত্রত্ব শেষ হওয়ায় এই ১ লাখ টাকা জাহিদ হাসানকে পরিশোধ না করা পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রির সনদ প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বহিরাগত মটর সাইকেল চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের মটর সাইকেল চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স তদারক ও গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মটর সাইকেল চালানো এবং পার্কিং এর জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।