প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৫, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩, ৬:৩২ অপরাহ্ণ
তারাকান্দায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ময়মনসিংহের তারাকান্দায় বড়দিন ২০২৩ উদযাপন উপলক্ষে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ও খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় তারাকান্দা থানা কমপ্লেক্সে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা।
আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. আতাহারুল ইসলাম তালুকদার, , বিট অফিসারবৃন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অনুপ কুমার পণ্ডিত, ঢাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীপক চক্রবর্তী, ঢাকুয়া মিশনের ভাইস চেয়ারম্যান জনগজেন্দ্র মান্দা, সাধারণ সম্পাদক মর্নিং চিরান, ঢাকুয়া গ্রাম্য কাউন্সিলের সভাপতি দেব ব্রত মানকিন, ভালকী গ্রাম্য কাউন্সিলের সভাপতি জলেন্দ্র চিসিম, ব্র্যাকের জেলা জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, এলাকা ব্যবস্থাপক মোশাররফ হোসেন প্রমুখ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.