চট্টগ্রাম ব্যুরো: নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন ও ৬ হাজার ৩৫০ কেজি মসুর ডালসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল ১৭ ডিসেম্বর রাতে মোহরার কোম্পানি বাড়ির রাস্তার পাশের একটি গোডাউন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গআটককৃতরা হলেন, মো. মনির (৩২), নুর আলম (৪৮), মো. জসিম (২৩), সাগর মোল্লা (২৪), মো. সালমান (২৭) ও মো. রায়হান (১৯)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, রোববার রাতে অভিযান চালিয়ে টিসিবির ৫ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল ও ৬ হাজার ৩৫০ কেজি মসুরের ডাল জব্দ করা হয়েছে।
তাদের কাছ থেকে টিসিবির পণ্য বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়। এ ঘটনায় গোডাউন মালিক দেলোয়ার ও মো. মনিরসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।