ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২৪ এর অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জি.আর.এস সফ্টওয়্যার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০:০০ টার দিকে প্রশাসন ভবনের ৩য় তলায় উপাচার্যের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্টের উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান। এসময় সেমিনারের রিসোর্সপার্সন এবং ব্যবসায় অনুষদের ডীন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2025 Daily Dhaka Press. All rights reserved.