জামালপুর প্রতিনিধি: জামালপুর -২(ইসলামপুর) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী ঘোনাপাড়া গ্রামে তার পৈত্রিক বাড়ি থেকে বাবা ও মা’র হাতে নির্বাচনী প্রচারণা লিফলিট তুলে দিয়ে তিনি তার প্রচারণা শুরু করেন।
তার বাবা অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মো.শাহ্ জালাল সেখ ও মা ফাতেমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। এসময় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো.আনোয়র হোসেন,ইসলামপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো.জুয়েল সরকার,যুগ্ম সাধারন সম্পাদক মো.মাহমুদুল্লাহ প্রমুখ। পরে তিনি দলীয় নেতা কর্মীদেরকে সাথে নিয়ে গুঠাইল বাজারসহ বিভিন্ন এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চান।