
বিনোদন প্রতিবেদক : নতুন প্রজন্মের কবি, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কামরুন নাহার শিপু’র কথা ও সুরে Shipu music official চ্যানেল থেকে খুব শীগ্রই রিলিজ হতে যাচ্ছে ‘তুমি আমার জান’। সঙ্গে কন্ঠ দিয়েছেন ক্লোজ আপ ওয়ান তারকা নোলক বাবু। সংগীত মিউজিক কম্পোজিশনে জনপ্রিয় সংগীত পরিচালক এরফান টিপু।
এ ব্যাপারে সুরকার ও গীতিকার নতুন প্রজন্মের কবি কামরুন নাহার বলেন, চমৎকার একটি মিষ্টি প্রেমের গান। আমার বিশ্বাস এই গানটি সর্বশ্রেণির মানুষের ভালোবাসা অর্জন করবে এবং খুব শীঘ্রই মিলিয়ন মিলিয়ন ভিউয়ার গানটি দেখবে।
আশা করি শ্রোতাদের হৃদয় কেড়ে নিবে। গানটি শোনার জন্য শ্রোতাদের প্রতি আমন্ত্রণ রইল।
কণ্ঠশিল্পী কামরুন নাহার শিপুর ছোট বেলা থেকেই সংগীত ও লেখালেখির সঙ্গে জড়িত। জন্মের পর বাবার অনুপ্রেরণায় ছয় বছর থেকেই সংগীতাঙ্গনে প্রবেশ করেন।