
রাত থেকেই রাজধানীতে থেমে থেমে ঝরছিল বৃষ্টি, কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল বজ্রপাত। ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ।
টানা কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ এলাকার পথঘাট পানিতে ডুবে গেছে। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে সকালে ঘর থেকে বের হওয়া শিক্ষার্থীসহ চাকরিজীবীদের বিপাকে পড়তে হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রোববার রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত রাজধানীতে ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সকাল থেকে সরেজমিনে ঘুরে ও খোঁজ নিয়ে জানা যায়, ভারী বর্ষণে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী, হাতিরঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ঝড়ে কোথাও কোথাও সড়কে উপড়ে পড়েছে গাছ। এতে সড়কে যানবাহনের গতি হয়ে গেছে ধীর। কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ে আছে সড়কে। এতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে থাকার খবর পাওয়া গেছে।
জলাবদ্ধতা ও যানজটের কারণে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষজন। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী মানুষদের বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। বাসা থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার জন্য মিলছে না যানবাহন। আবার রিকশাসহ বিভিন্ন যানবাহন পাওয়া গেলেও সেগুলো হাঁকছে তিন গুণ-চার গুণ ভাড়া।
এদিকে যানজট নিরসনে সকাল থেকে সড়কে নিরলস কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সকাল ১০টায় ট্রাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে নগরবাসীকে জানানো হয়, গত রাত থেকে অবিরত বৃষ্টিপাতের কারণে বনানী ঢাকা গেটের সামনের সড়কে বৃষ্টির পানি জমেছে। যে কারণে ইনকামিং/আউটগোয়িং উভয় দিকেই যানবাহন চলাচল অত্যন্ত ধীর। এমতাবস্থায়, যারা উত্তরা থেকে গুলশান-বনানীর দিকে আসবেন এবং যারা বিপরীতমুখী চলাচল করবেন তারা দ্রুত যাতায়াতের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারেন।
দুপুর ১২টায় ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কাজীপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় জলাবদ্ধতার কারণে এক লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। মিরপুর-১০ কাজীপাড়া রুটে চলাচলকারীদের ধৈর্যসহকারে ও সময় নিয়ে চলাচল করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বেলা সাড়ে ১১টায় ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, টেকনিক্যাল ক্রসিং এলাকায় ঝড়ে উপড়ে থাকা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক মিরপুর বিভাগ চেষ্টা করছে।