
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ মডেল থানার আয়োজনে দক্ষ পুলিশ,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
রবিবার বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তুফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবি সিদ্দিক, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু,সাংবাদিক এটিএম নিজাম প্রমুখ। বক্তরা বলেন মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী আইনশৃঙ্খলা রক্ষার আহবান জানান।