
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, জাতির আশা আকাংঙ্খার স্বপ্ন বাস্তবায়নে আওয়ামীলীগ সরকার কাজ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া বাঙালিকে আশাহত করেননি তাঁর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোনার বাংলাকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী। গ্রামকে শহরে রূপান্তরিত করে তিনি বিশ^কে চমকে দিয়েছেন।
১৯৯৬সালে ক্ষমতায় এসে আওয়ামীলীগ সরকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ শুরু করলেও পরবর্তীতে বিএনপি-জামাত জোট সরকার দেশকে পিছনে নিয়ে যায়।
তখন মানুষের পেঠে ভাত দেয়াও ছিল স্বপ্ন। সেখান থেকে দেশকে টেনে তুলে শেখ হাসিনার সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সহ উন্নয়ন করছেন। বর্তমানে টানা ক্ষমতায় থাকায় দেশের মানুষ এখন ডিজিটাল হয়েগেছেন, ঘরে বসেও এখন প্রায় কাজ সম্পন্ন করতে পারেন। শেখ হাসিনার সরকার এখন স্মাট দেশ গঠনের লক্ষ্যে কাজ করছেন। দেশের অন্যান্য জেলার মতো সিলেটেও সমানভাবে উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকায় সিলেট সিটি কর্পোরেশনে বিপুল পরিমাণ বরাদ্ধ দেয়ায় সিলেট নগরীতে উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার সরকার সিলেটের উন্নয়নে আন্তরিক। সুন্দর ও স্মাট এবং ক্লিন সিটি কর্পোরেশন গড়তে বর্তমান মেয়র কাজ করবেন। সরকারের যা যা সহযোগিতা প্রয়োজন তা পাবেন।
মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি শনিবার বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমার ময়ুরকুঞ্জ কনভেশন হলে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে তাঁর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গোপ্ত এবং সিলেট বেতারের উপস্থাপিকা রোহেনা সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
স্বাগত বক্তব্য রাখেন সিসিকের প্যানেল মেয়র-৩, কাউন্সিলর তৌফিক বক্স লিপন। মঞ্চে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম, যুগ্ম সচিব নুরে আলম সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসমা কামরান, সিলেট চেম্বার অব কমাস এন্ড ইন্ডাষ্টিজ এর প্রেসিডেন্ট তাহমিন আহমদ,সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, ইমজার সভাপতি সজল ছত্রী।
উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালিক, সিলেট প্্েরসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান কোষাধ্যক্ষ শরীফ আহমদ, তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মঈনুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সিসিকের কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিসিকের সহকারী প্রকৌশলী (তত্তাবধায়ক) মোঃ আলী আকবর। গীতা পাঠ করেন সিসিকের কর শাখার কর্মকর্তা জ্যোতিষ চক্রবর্তী।
সংবর্ধনা অনুষ্ঠানে নগর ভবনের প্রতীকি চাবি হস্তান্তর করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।
সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিসিক, উপজেলা আওয়ামীলীগ ও সহযাগি সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।