
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা, এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বারহাট্টা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান।
বারহাট্টা সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্ড পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দল বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার লাভ করেন হুজরাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী পলি আক্তার।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক ইব্রাহিম খলিল,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার শর্মীন আক্তার,সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক খান সহ প্রমুখ।