
যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই) সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে। এই ফেলোশিপে যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশের সাংবাদিকেরা আবেদন করতে পারবেন। আবেদনের সুযোগ আছে বাংলাদেশে কর্মরত সাংবাদিকদেরও।
সংবাদিকতায় কমপক্ষে যাদের পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তারাই কেবল আবেদন করতে পারবেন। প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।
প্রতিবছর সাংবাদিকেরা ১০টি স্লটে ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক এবং করপোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি ফেলোশিপ প্রত্যাশীদের মধ্য থেকে সেরাদের বেছে নেয়। এই ফেলোশিপের জন্য মনোনয়ন পেলে গবেষণা করতে হবে যুক্তরাষ্ট্রে।
আবেদনের যোগ্যতা :
১. প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা।
১. আলোকচিত্রী, সম্পাদকীয় কার্টুনিস্ট, কলামিস্ট, সম্প্রচার সাংবাদিক।
৩. যারা সাংবাদিকদের তত্ত্বাবধান করেন, তারা যদি কর্মরত সাংবাদিক হিসেবে কমপক্ষে পাঁচ বছর থাকেন, তবে তারাও যোগ্য বলে বিবেচিত হবেন।
৪. একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাংবাদিকতা-সম্পর্কিত কাজ এ ক্ষেত্রে অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না।
৫. যারা জনসংযোগ বা এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, যাদের প্রাথমিক কাজ মিডিয়া-সম্পর্কিত নয়, তারাও এই ফেলোশিপের যোগ্য হবেন না;
৬. বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করা অমার্কিন সাংবাদিক হতে হবে।
৭. ইংরেজিতে লেখা ও বলায় পারদর্শী হতে হবে।
৮. আগ্রহী প্রার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
ফেলোশিপের সুযোগ-সুবিধা :
যারা ফেলোশিপ পাবেন তাদের নিম্মোক্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে-
১. যাতায়াতের জন্য বিমানভাড়া।
২. বাসস্থানের ব্যবস্থা।
৩. খাবারের জন্য ফেলোশিপের আওতায় দৈনিক ভাতার ব্যবস্থা।
আবেদনের সময়সীমা :
ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপের ২০২৪-এর জন্য দেওয়া হবে। এ বছরের ১ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। একই বছরের মে মাসে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।
আবেদন যেভাবে :
যুক্তরাষ্ট্রে সাংবাদিকতায় ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউটের ফেলোশিপ পেতে এই লিংকে ক্লিক করে বিস্তারিত জানা যাবে।
১ Comment
Real great info can be found on blog.Blog monetyze