
ঢাকা : নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসায়িক দিক নির্দেশনা, আইন সহায়তা ও স্বাস্থ্য সচেতনতাসহ দিক-নির্দেশনামূলক এক কর্মশালা ও আনন্দ আড্ডা হয়ে গেল রাজধানীর একটি রেস্তোরাঁয়।
সম্প্রতি এই আয়োজনে সফল উদ্যোক্তা, আইনজীবী ও ফিজিওথেরাপিষ্ট তাদের অভিজ্ঞতার আলোকে নানা পরামর্শ দেন।
অনুষ্ঠানে কিউরিয়াস টিভির প্রধান সম্পাদক খান মোহাম্মদ সালেক, কনসেপ্ট সিটির চেয়ারম্যান ও ব্যস্থাপনা পরিচালক শেখ তারেক মাহমুদ, বকুলতলা ফাউণ্ডেশনের স্বত্বাধিকারী জেসমিন আহমেদ, এডভোকেট রহিমা হক, ডা. মাহমুদা আক্তার রোজি, আফরোজা আহমেদ জবা, আফসানা হিমু ও সুজন এনাম বক্তৃতা করেন।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীরও আয়াজন করা হয়। আনন্দ আড্ডার মিডিয়া পার্টনার ছিল কিউরিয়াস টিভি ও সার্বিক সহযোগিতায় ছিল কনসেপ্ট সিটি।