
লাইফস্টাইল ডেস্ক : চারিদিকে বইছে বইছে বিয়ে শাদির সুবাতাস। বারোমাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙ্গালী জাতি এই শীত মৌসুমে সবচেয়ে বেশি বিয়ের আয়োজন করে থাকে। স্বল্প আয়ের লোক থেকে বেশি আয়ের লোক সবাই বিয়ে শাদির ক্ষেত্রে নূন্যতম প্রক্রিয়া সাধ ও সাধ্যের মধ্যে সম্পন্ন করে থাকে।
এ প্রক্রিয়ার মধ্যে পানচিনি, গায়েহলুদ, বিয়ে, বৌভাত সবকিছুই যেন থাকে। আয়োজনের পরিধি যার যার সামর্থানুযায়ী। বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয় এ যেন দুটি পরিবারের মেলবন্ধন। সময়ের ব্যাবধানে বিয়ের আনুষ্ঠানিকতা ও রীতি নীতি তারতম্য লক্ষ্য করা যায়।
যেমন বিয়ের পোশাকে আগে শুধু কনের ক্ষেত্রে লাল বেনারসি ই প্রাধান্য পেত, কিন্তু এখন তা নয়। বিয়েতে এখন লেহাঙ্গা বেশ জনপ্রিয়। আগে বাড়ির বোন কিংবা আত্নীয় স্বজরা নিজেদের মতো করে কণে কে বাড়িতে বসিয়ে সাজিয়ে দিতো।
সেসব এখন অতীত। রীতিমতো বিউটি স্যালুন গুলোতে আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় কণে সাজানোর জন্য। এ প্রসঙ্গে বিউটি এক্সপার্ট, ওমেন্স ডল বিউটি লাউন্জ এর কর্ণধার তানিয়া আফরিন জানান, বিয়ে মানুষের জীবনে এমন এক অধ্যায় যা মানুষ সারাজীন স্মরনীয় করে রাখতে চায়।
কে না চাইবে এই দিনটিতে তাকে অনেক সুন্দর লাগুক? আমরা মানুষের এই ভালোলাগাকে মূল্যায়ন করে থাকি। বেশ যত্ন নিয়ে তাকে ফুটিয়ে তোলার চেস্টা করি। ন্যাচরাল লুকেই একটা গর্জিয়াস ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করি। যাতে করে কনেকে দেখে কখনই যেন মনে না হয় একগাদা মেকআপ দেয়া হয়েছে।
চেহারার কাটিং, গায়ের রং , অনুষ্ঠানের পোশাক-গয়না সবকিছুকে প্রাধান্য দিয়ে মেকআপ করার চেষ্টা করা হয়। এতে করে কনেকে অনেক বেশি সুন্দর লাগে। একেক উৎসবেরে মেকআপ একেক রকম হয়ে থাকে। পানচিনিতে এক রকম, হলুদ, বিয়ে কিংবা বৌভাতে আরেক রকম। একটা সময় ছিল শুধু বিয়ের দিন কনে বিউটি পার্লারে হাজির হতো।
কিন্তু এখন পানচিনি অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাত কিংবা বিয়ে পরবর্তী যে কোন অনুষ্ঠানের জন্য কনেরা ভিড় জমায় বিউটি স্যালুনগুলোতে। শুধু যে মেকআপের জন্য আসে তা নয়। ত্বক ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের (যেমন হাত, পা, চুল, নখ, চোখ, মুখ ইত্যাদি) যত্ম নিতে বিয়ের আগে থেকেই বিউটি এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করে থাকে।
এতে করে ত্বকের উজ্জলতা বৃদ্ধি পায় এবং শরীর ও মন সতেজ থাকে। বিয়ের আগে এ ধরনের সচেতনা মোটেই বাহুল্যতা নয়। বাঙ্গালি বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে, যা অনেকসময় কয়েক দিন ধরে পালিত হয়ে থাকে৷
বেশির ভাগ ক্ষেত্রেই বিবাহের অনুষ্ঠান শুরু হয় কাবিনের (বিবাহের নথিভূক্তকরণ ও দেন মোহর ধার্যকরণ) মাধ্যমে এবং শেষ হয় বৌ-ভাত(সাধারণত বর পক্ষের পরিবারের মাধ্যমে বৌ-ভাতের আয়োজন করা হয়ে থাকে) অনুষ্ঠানের মাধ্যমে৷ যদিও বাংলার বিভিন্ন অংশে বিবাহ অনুষ্ঠানের আচার-রীতি বিভিন্ন রকম হয়ে থাকে।
তবে অনুষ্ঠানের ধরণ যেমনই হোক বিয়ের সাজ সজ্জাই যেন এখন গুরুত্বপূর্ন বিষয় হয়ে দাড়িয়েছে। এখন তো বাড়িতে এসেও বিয়ের সাজ সাজিয়ে দেয়ার প্রবণতা চালু হয়েছে যাকে বলা হয় হোম বিউটি সার্ভিস। আধুনিক জীবনে আরও গতিশীল করতেই এধরনের সাজসজ্জার প্রচলন শুরু হয়েছে।
মডেল : চিত্রনায়িকা বর্ষা
মেকআপ: ওমেন্স ডল বিউটি লাউঞ্জ।