
ছবি : শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নেওয়া।
নিজস্ব সংবাদদাতা: রাজধানীর উত্তর বাড্ডার প্রায় সব কেন্দ্রে উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানকার ভোটারদের সাথে আলাপ করে দেখা যায় , তারা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোটদান সম্পন্ন করতে পেরেছেন।
বাড্ডা কলেজিয়েট স্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারের দীর্ঘ লাইন। সেখানে ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটের শান্তিপূর্ণ পরিবেশ দেখে। চায়না বানু, গৃহিণী, তিনি বললেন, অনেকদিন পর ভালো ভাবেই ভোট দান সম্পন্ন করতে পেরেছি।
শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এক ভোটার আবুল হোসেন জানান, পরিবেশ স্বস্তিদায়ক ছিল। এখানকার ৩৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম জানান প্রায় ৪ হাজার ভোটারের মধ্যে ১৭ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে।
শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রায় ৪ হাজার ভোটার। বেশ উল্লেখযোগ্য ভোটারের উপস্থিতিতে ভোটদান সম্পন্ন হয়েছে।
উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার ভোট দিতে আসা একজন ভোটার শেখ কামরুজ্জামান মিঠু জানান, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলে ভালো হতো, যোগ করেন তিনি।