
চট্টগ্রাম ব্যুরো: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সংগঠন হ্নদয়ে বাংলাদেশ চেতনায় বঙ্গবন্ধুর নেতৃবৃন্দ গতকাল ১০ জানুয়ারি বুধবার বিকেলে নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা ও সদস্য বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আাচার্য্য,বীর মুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা উদয়ন নাগ, বীর মুক্তিযোদ্ধা মো ফজলুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, অধ্যক্ষ মো আব্দুল মালেক, সাবেক ছাত্রনেতা ফিরোজ আহমেদ চৌধুরী, সাংবাদিক স ম জিয়াউর রহমান, ইমতিয়াজ ফারুকী, মো আজম খান, জেবিএস আনন্দ বোধি ভিক্ষু,আমিনুল হক লিটন।
এসময় তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন বিজয়ের বেশে দেশে ফিরে স্বাধীনতার পূর্ণতা আনে।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন।যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আলাদা দেখতে চায় তারা কখনো স্বাধীনতায় বিশ্বাসী হতে পারে না।