
ঢাকা: সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানী ঢাকায় শীতের তোড়ে গাড়ির চাপ অনেকটা কম। সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাখালী, কাকলী ও বনানীসহ বেশ কিছু সড়কে কিছুটা যানযটের তীব্রতা দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মতিঝিল, শাহবাগ, ধানমণ্ডি, মহাখালী, কাকলী, বনানী, গুলশান, বারিধারাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখাগেছে সকাল থেকেই গাড়ির চাপ ছিল তুলনামূলকভাবে কম। সকালের দিকে সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা।
যানবাহন চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের কারণে অনেক মানুষ বাইরে বের হচ্ছেন না। এছাড়াও, অনেক স্কুল কলেজ বন্ধ থাকায় যানবাহনের চাপও কম ছিল।
এদিকে যানবাহনের চাপ কম থাকায় রাজধানীর বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, শীতের কারণে অনেক মানুষ ঘরেই থেকেছেন। এ কারণে সড়কগুলোতে যানবাহনের চাপ কম দেখা গেছে।
শাহাবাগ এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, অতিরিক্ত শীতের কারণে আজ রাজধানীতে গাড়ির চাপ ছিল অনেকটা কম। সকাল থেকে সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা যানজট দেখা গেছে। আমরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকায় শীতের দাপট থাকবে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলেও শীতের প্রভাব থাকবে।
ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১৮ জানুয়ারি, ২০২৪