Site icon Daily Dhaka Press

বোটোয়া নির্বাচন ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা:  বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন এর সভাপতি হিসেবে আবারো মোহাম্মদ ইকবাল মাহমুদ ও জেনারেল সেক্রেটারী, হিসেবে ইমরুল হোসেন ইমন নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আউটবাউন্ড টুর অপারেটরস্ এসোসিয়েশন (বোটোয়া) নির্বাচন ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ চূড়ান্ত ফলাফল প্রকাশ ২০২৩-২০২৫ মেয়াদে ২ (দুই) বৎসর মেয়াদী ১১ জনের পরিচালক পর্ষদে নবনির্বাচিত- মোহাম্মাদ ইকবাল মাহমুদ (সভাপতি), স্বদেশ ট্রাভেলস, মোঃ ইফতেখার আলম ভূঁইয়া (সিনিয়র সহ- সভাপতি), নিউ ডিসকভারী টুরস্ এন্ড লজিস্টিক, মোঃ আবুল কালাম আজাদ (সহ-সভাপতি), ট্রাভেল হোমস্, ইমরুল হোসেন ইমন (সাধারণ সম্পাদক), ক্রিয়েটিভ ট্যুরস এন্ড ট্রাভেলস্।

এছাড়া ১১ সদস্যের পরিচালনা পর্ষদে অন্যদের মধ্যে নির্বাচিত আরোও ৭ জন পরিচালক হলেন, ফজলে আবীর হাসান (পরিচালক- অর্থ / ফাইন্যান্স), ভারসেটাইল রিসোর্স টিকেটিং এন্ড টুরিজম, মোঃ রেজাউল হাকিম (পরিচালক- ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার), মাউন্টেন ক্লাব ট্যুরস্, এ কে এম কামরুজ্জামান (পরিচালক- ট্রেড এন্ড ফেয়ার), ট্রাভেল ট্রিপ বিডি, মোঃ বোরহান উদ্দিন (পরিচালক- পাবলিক রিলেশান) গ্রিন হলিডেজ ট্যুরস্, মুহাম্মদ আতাউর রহমান (পরিচালক- মিডিয়া এন্ড পাবলিকেশান), এক্সপ্লোর হলিডেস লিঃ, শাখাওয়াত হোসেন জুয়েল (পরিচালক- লিগ্যাল অ্যাফেয়ার্স), মাকাজো ট্রাভেল এন্ড ট্যুরস্, ও মাহবুব এ মাওলা (পরিচালক- ট্রেনিং এন্ড এডুকেশান), ট্রাভেল ডেসটিনো।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন (বোটোয়া) এর ২০২৩-২০২৫ মেয়াদে ২ (দুই) বছর মেয়াদী ১১টি পরিচালক পদের জন্য নির্বাচিত পরিচালকবৃন্দের সমন্বয়ে বোটোয়ার পরিচালনা বোর্ড গঠন করা হলো। বোটোয়ার নির্বাচিত কমিটি পর্যটন শিল্পের মাধ্যমে টেকসই বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Exit mobile version