
ডেস্ক রিপোর্ট : গেল ১৮ জানুয়ারি দৈনিক সকালের কক্সবাজার নামের একটি পত্রিকায় ” বন কর্মকর্তার ইন্ধনে চার পাহাড় কেটে নিচ্ছে সাহাবুদ্দিন সিন্ডিকেট” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন পানেরছড়া রেঞ্জ অফিসার রতন লাল মহত ।
নিম্নে স্বাক্ষরকারী রতন লাল মহত বলেন, পাহাড় খেকো, গাছ পাচারকারী ও বালি পাচারকারীদের বিরুদ্ধে আমি এবং আমার টিম সব সময় জিরো টলারেন্সে অবস্থান নিয়ে আসছি । বন অপরাধীদেরকে যথাযথ আইনের আওতায় এনে ধৃত আসামিদের আদালতে সোপর্দ ও পলাতকদেরকে বন মামলার আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা একটি চলমান প্রক্রিয়া ।এছাড়া রেঞ্জ ও বিটের স্টাফসহ বনাঞ্চলে ও রাস্তায় নিয়মিত টহল কার্য পরিচালনা করা হয় ।
বন অপরাধীদের সাথে আমার বা আমার অধীনস্থ কোনো কর্মকর্তা, কর্মচারীর কোন ধরনের সুসম্পর্ক বা যোগসাজস নেই। আমরা সর্বদা সজাগ ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছি । আমি পানের ছড়ায় দায়িত্ব নেয়ার পর থেকে বন অপরাধীদের বিরুদ্ধে কাজ করে আসছি। কারো সাথে আমাদের কোন ধরনের লেনদেন নেই।
অপরাধীরা সুযোগ- সুবিধা গ্রহণ করতে না পেরে আমাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। এছাড়াও সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে একটি চক্র কৌশলে বন বিভাগের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটাতে চেষ্টা করে যাচ্ছে । আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
প্রতিবাদকারী-
রতন লাল মহত
রেঞ্জ কর্মকর্তা
পানেরছড়া রেঞ্জ, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ।