
বিনোদন ডেস্ক: আবার ও মিডিয়া পাড়ায় সরব হয়ে উঠছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা সারা জেরিন। সিনেমার কাজে খানিকটা বিরতির পর সম্প্রতি তিনি ‘বউ হওয়া কি মুখের কথা’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জুলফিকার আলী ভুট্টো পরিচালিত এ ছবিতে জেরিনের বিপরীতে অভিনয় করবেন নবাগত এক নায়ক।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জি হুজুর’ সিনেমার মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হয় সারা জেরিনের। এরপর কাজ করেন ‘রোমিও ২০১৩’ ও ‘অন্যরকম ভালোবাসা’ সিনেমায়। কাজ করছেন নাটকেও।
বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে রাজু চৌধুরী পরিচালিত সারা জেরিন অভিনীত ‘হিটার’ ও রুবেল মাহমুদের ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের সিনেমা দুটি। নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে সারা জেরিন বলেন, সামাজিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। গল্পে ভিন্নতা আছে। আমি দাদুর আদুরে নাতনী। বিয়ে করতে চাই না। অনেকটা রাগী স্বভাবের। আমাকে ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। অনেক দিন পর নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছি। বর্তমানে চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, নতুন বছর দর্শক ভালো কিছু উপহার পাবে।
জানা গেছে, গত ১১ জানুয়ারি সাভারে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয়েছে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটিতে জেরিনের দাদার চরিত্রে আলী রাজ ও মায়ের ভূমিকায় থাকছেন রেবেকা। এতে পাঁচটি গান রয়েছে।