
মো. রুবেল মিয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন মহিলা সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
সোমবার (২৯ জানুয়ারি) বিকালে এমপি শিউলী আজাদ সরাইল কুট্টাপাড়া নিজ গ্রামের বাড়ি প্রাঙ্গণে জনপ্রতিনিধি সহ অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে সরাইল উপজেলায়
কম্বল বিতরণ করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলার সদর ইউপির সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের মেম্বার ছাদেক মিয়া, যুবলীগ নেতা কাইছার খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. রুবেল মিয়া, সরাইল থানার সেকেন্ড অফিসার এসআই মো৷ জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপি শিউলী আজাদ বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে সরাইল উপজেলায়
কম্বল বিতরণ করা হয়েছে।