
সিলেট অফিস: নগরীর সড়কগুলো যানজটমুক্ত রাখতে নগরী সহ পাশর্^বর্তী এলাকার বিভিন্ন সড়ক চলাচলকারী অবৈধ ও চোরাই নম্বরবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে এসএমপি’র ট্রাফিক পুলিশ অভিযান অভিযান অব্যাহত রেখেছে।
প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে এসএমপি’র ট্রাফিক বিভাগ তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যানজট ও অবৈধ সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে এসএমপি’র এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরবাসী। তারা বলছেন, এ অভিযান অব্যাহত থাকলে নগরবাসী দীর্ঘ যানজটের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এবং অবৈধ ও নম্বরবিহীন সিএনজির সংখ্যা হ্রাস পাবে।
বুধবার (৩১ জানুয়ারি) পর্যন্ত এসএমপি কমিশনারের নির্দেশে গত এক সপ্তাহে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক অটোরিক্সা সিএনজি আটক করা হয়েছে। পাশাপাশি প্রতিদিনই নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে কাগজপত্র বিহীন চোরাই অটোরিক্সা সিএনজি’র বিরুদ্ধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ভোক্তভুগীদের মতে সিলেট নগরীর বিভিন্ন সড়কে নম্বরবিহীন ও বিভিন্ন জেলা থেকে মেয়াদ উর্ত্তীন অটোরিক্সা চোরাই পথে সিলেট এনে অন্যান্য জেলার নম্বর মুছে নতুন করে রং করে বিশেষ টুকেন ও ভূয়া অকশন নম্বর প্লেট লাগানোর মাধ্যমে সিলেট নগরী ও শহরতলীতে চলাচল করে। এসব নম্বরবিহীন সিএনজি’র মাধ্যমে বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালিত হয়।
শুধু তাই নয়, এসব অবৈধ গাড়ীর কারণে বৈধ গাড়ীগুলোর চালক ও মালিককে বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া প্রায় প্রতিটি সড়কের পাশে যত্রতত্র সিএনজি অটোরিকশা অটোরিক্সার স্ট্যান্ড গড়ে তোলা সহ যাত্রী ওঠা-নামা করার ফলে সর্বত্র তীব্র যানজটের সৃষ্টি হয়।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সী কার মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলোয়ার আলাপকালে জানান, সিলেট নগরীর সড়কগুলো যানজটমুক্ত রাখার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে নগরী সহ পাশর্^বর্তী এলাকার বিভিন্ন সড়কগুলোতে চলাচলকারী অবৈধ ও চোরাই নম্বরবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করেছে।
এসএমপি’র এই মহান উদ্যোগকে সাধুবাদ জানাই। অবৈধ ও নম্বরবিহীন অটোরিক্সাগুলো আটকে অভিযান অব্যাহত থাকলে অবৈধ সিএনজি’র দৌরাত্ব কমবে এবং নগরবাসী দীর্ঘ যানজটের কবল থেকে মুক্তি পাবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এসএমপি পুলিশ কমিশনারের নির্দেশে সিলেট নগরী সহ পাশর্^বর্তী এলাকার বিভিন্ন সড়কে চলাচলকারী অবৈধ নম্বরবিহীন সিএনজি অটোরিক্সা আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ট্রাফিক বিভাগের নিয়মিত ডিউটির পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে রেজিস্ট্রেশন বিহীন যানবাহন, নিষিদ্ধ ঘোষিত যানবাহন, হেলমেট বিহীন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে এ অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, সিলেট নগরবাসীকে যানজট মুক্ত ও একটি আধুনিক-উন্নত পরিবেশে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলতে এসএমপি’র ট্রাফিক বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে।