
স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দাপট দেখিয়ে কলম্বোয় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি পুরোপুরি নিজেদের করে নিল শ্রীলংকা।
শুক্রবার টস-স্পিনে নাকাল হয়ে ১৯৮ রানে থমকে যায় আফগানিস্তানের প্রথম ইনিংস। এরপর শেষ বিকালে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৪ ওভারে বিনা উইকেটে ৮০ রান করে ফেলা শ্রীলংকা পিছিয়ে ১১৮ রানে।
নিশান মাদুশঙ্কা ৩৬ ও দিমুথ করুনারত্নে ৪২ রানে অপরাজিত। ১৪ ওভারে দুজন মেরেছেন ১৩ টি চার।
বোলিংয়ে আফগানদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন বিশ্ব ফার্নান্ডো। ৫১ রানে চার উইকেট নেন এই বাঁ-হাতি পেসার। এছাড়া ডান-হাতি পেসার আসিথা ফার্নান্ডো ও বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া নেন তিনটি করে উইকেট।
আফগানিস্তানের হয়ে একাই লড়েছেন ১৩৯ বলে ১৩ চারে ৯১ রান করা রহমত শাহ। উইকেটের পেছনে এক হাতে নেওয়া দুর্দান্ত এক ক্যাচে তাকে সেঞ্চুরিবঞ্চিত করেন সাতিরা সামারাবিক্রমা।
৩৫ বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া ওপেনার নুর আলী জাদরানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১