
রাজিব রায়হান, জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্বজনপ্রীতির এক আঁতুরঘর। হাই লোবিং ও টাকা ছাড়া এখানে নিয়োগ পাওয়া যেন সোনার হরিণ পাওয়া । প্রভাবশালী শিক্ষকরা ভাগ করে নেয় নিয়োগ এমন অভিযোগও শোনা যায়। বর্তমান প্রভাবশালী শিক্ষকদের তালিকায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। বিগত ৬ মাসের মধ্যে তিনি নিয়োগ দিয়েছেন আপন ভাই ফুয়াদ হাসানকে ও বন্ধুর বউকে।
ফুয়াদ নিয়োগ পেয়েছে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অফিসার হিসেবে। অন্যদিকে বন্ধুর বউ নিয়োগ পেয়েছে উপ-উপাচার্য (প্রশাসন) এর সহকারী হিসেবে।
অভিযোগ উঠেছে, নিজের প্রভাব খাটিয়ে তিনি নিজ পরিবারে সদস্যদের চাকরী দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে হওয়ায় তিনি এসব সুবিধা পেয়ে থাকেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের অপেন সিক্রেট ছাত্রলীগ ও প্রক্টরে সম্পর্কের কথা। ছাত্রলীগের ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাজপ্রাপ্ত কোম্পানির মাঝে প্রভাবক হিসেবে কাজ করেন তিনি। তিনি মধ্যস্থতার করিয়ে দেন এমন অভিযোগ এখন খোদঁ ছাত্রলীগের মুখেই।
এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেন নি। মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও উত্তর দেন নি।
#…….