Site icon Daily Dhaka Press

বিরাট-আনুষ্কার ঘরে আসছে দ্বিতীয় সন্তান

আনন্দবাজার অনলাইন ডেস্ক : পারিবারিক একান্ত বিষয়ের সবচেয়েে আলোচিত তারকা দম্পতিদের মধ্যে একদম প্রথম দিকেই থাকে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার নাম। যদিও প্রথম থেকেই এই প্রসঙ্গে গোপনীয়তা বজায় রেখেছেন ‘বিরুষ্কা’ জুটি। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু জল্পনা।

এর মাঝে বিশ্বকাপ থেকে রামমন্দির উদ্বোধন— সব কিছুতেই নিজেদের আড়ালে রাখার চেষ্টা করে গেছেন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এ বার প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছেন। যদিও দিন কয়েক আগে বিরাটের ক্রিকেটার বন্ধু এবি ডে’ভিলিয়ার্স অনুষ্কার দ্বিতীয় বার মা হওয়ার খবরে সিলমোহর দেন।

তবে দ্বিতীয় সন্তানের জন্ম ভারতে নয়, হবে বিদেশে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে দলে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। বিরাট কেন টেস্ট খেলবেন না, তার কোনও যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনও গুজব ছড়ানো না হয়।

জানা যায়, অনুষ্কার সঙ্গেই লন্ডনে রয়েছেন তিনি। নেটপাড়ার একাংশের ধারণা, লন্ডনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। আসলে প্রতিনিয়ত ক্যামেরার সামনে থাকার তুলনায় এই সময়টা ব্যক্তিগত রাখতে চাইছেন তাঁরা। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকে আসতে চলেছে ভামিকার খেলার সঙ্গী।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়েছিল বিরাট-অনুষ্কার। সেই থেকেই তাদের প্রেম শুরু। অনেকে বলেন, ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। তারপর বেশ কয়েক বছরের প্রেম,  ২০১৭ সালে ইটালিতে হয় রূপকথার বিয়ে। তার পরই দুই থেকে তিন হয়েছিলেন তাঁরা। এ বার চার হওয়ার অপেক্ষা।

Exit mobile version