
নিজস্ব প্রতিবেদক : গতকাল রাতেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে টানা সাড়ে ৪ ঘণ্টা স্বাস্থ্যের নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টায় হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়া ফিরোজায় পৌঁছান।
বেগম খালেদা জিয়া বাসায় ফেরার পর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আজকে ম্যাডামকে এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে উনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চেকআপের পরবর্তিতে অধ্যাপক শাহবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক এসএম জাফর ইকবা-উনাদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড আছে, তারা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধপত্র দেওয়া হয়।
এই পরিপ্রেক্ষিতে ম্যাডাম সুস্থ বোধ করার কারণে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উনাকে বাসায় নিয়ে আসা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিদিন ম্যাডামের মেডিকেল বোর্ড বাসায় এসে স্বাস্থ্য পরীক্ষা করেন। এরমধ্যে যদি শারীরিক কোনো জটিলতা দেখা দেয়, তাহলে আবারও হাসপাতালে যেতে হতে পারেন।
উনার সুস্থতা ক্ষনিকের। বিদেশে উন্নত কোনো সেন্টারে উনার লিভার প্রতিস্থাপন করা গেলে কেবল জটিলতা নিরাসন করা যাবে। এটা যত দ্রুত করা যাবে, উনার জন্য ততোই মঙ্গল।
আবারও সরকারের কাছে আহ্বান জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত কোনো সেন্টারে এ ধরনের চিকিৎসার সুযোগ করে দেন।’
পারিবারিক সূত্রে জানা যায়, এভার কেয়ার হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার ফুসফুসের পানি অপসারণ করা হয়। এরপর তাকে বেশ কিছুক্ষণ সিসিইউতে রাখা হয়। পরে অন্যান্য পরীক্ষা করা হয়।
খালেদা জিয়ার সাথে থাকা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ম্যাডাম কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ৭৯ বছর বয়স; এর সাথে নানা জটিল রোগে আক্রান্তও তিনি। সব মিলিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে তার শারীরিক চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।’