
সিলেট অফিস: আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার ও রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইসের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইলস্হ আবু- দৌলত – শাহ জাকারিয়া (রঃ) মডেল মাদ্রাসায় ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১১টায় মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, র পিডিজি ডা. মনজুরুল হক চৌধুরী এম, পি, এইচ,এফ।
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়রের
প্রেসিডেন্ট রোটাঃ মকসুদুর রহমান চৌধুরীর পরিচালনায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, পিয়াইন জোনের সাবেক কো- অর্ডিনেটর রোটা: আমিনুল ইসলাম, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, মাদ্রাসা গর্ভনিং বডির সদস্য মাওলানা মাহবুবুল আলম চৌধুরী, সাবেক ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর,রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের চার্টার্ড প্রেসিডেন্ট রোটা: আব্দুস সালাম, রোটারী ডিষ্ট্রিকের সাবেক এসিস্ট্যান্ট গভর্নর পাইওনিয়ারের পাস্ট প্রেসিডেন্ট রোটা: মাহবুব ইকবাল মুন্না, পাস্ট প্রেসিডেন্ট এনামুল কবির, রোটারী ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটাঃ এস এ শফি,প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটারিয়ান নুরুল ইসলাম রূপন, রোটা: তোফায়েল আহমদ, রোটা: কুতুব উদ্দিন, ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান,প্যারাডাইসের প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটা:কামরান কবির, রোটারিয়ান এম রহমান ফারুক, লালাবাজার ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মোহিত।
রোটারী ক্লাব অব প্যারাডাইসের প্রেসিডেন্ট সুলতান মোহাম্মদ রাজু’র স্বাগত ব্ক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ কামারুজ্জামান, সহ সকল শিক্ষক,শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত খৎনা ক্যাম্পে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন ডাঃ নিজাম উদ্দিন।