Site icon Daily Dhaka Press

রাস্তায় চেকিংয়ের নামে অযথা হয়রানি বন্ধ করুন: রাষ্ট্রপতি

ইউএনবি, ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রাস্তায় রুটিন চেকিংয়ের নামে কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গভবনে পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেছেন, ‘দুঃখের বিষয় হলো সম্প্রতি পত্রিকা খুলে পুলিশের কিছু নেতিবাচক কর্মকাণ্ডের খবর পেলাম, যা দেশের সকল মানুষের মতো আমাকেও ব্যথিত করেছে।’

তিনি বলেন, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনকেও চাঁদা দেওয়ার কারণে ভোক্তা পর্যায়ে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের কষ্ট বাড়ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, ‘এসব কর্মকাণ্ড বন্ধের দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে পুলিশ বাহিনীর কেউ যেন সম্পৃক্ত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

নিঃস্বার্থভাবে জনগণের সেবা করা কর্তব্য হওয়ায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

পুলিশ সব সময় বন্ধুর মতো জনগণের পাশে দাঁড়াবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Exit mobile version