
ক্রীড়াঙ্গন ডেস্ক:
নাজমুল হোসেনের উদ্যাপনই বলে দেয় সব। দুই হাত তুলে ঝাঁকাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক। এদিকে রিশাদের মুখের হাসিটা চওড়া হয়েছে আরও। ম্যাচ আর সিরিজ জয়ের হাসি।
তিকশানার অফ স্টাম্পের বাইরের বল। মুশফিক ব্যাট সামনে নিলেন। আউটসাইড-এজে চার। ৪ উইকেটে জিতল বাংলাদেশ। সিরিজ জিতল ৩-২ ব্যবধানে।