
ওয়াসার আওতাধীন উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করবে ঢাকা ওয়াসা। সেই লক্ষ্যে পৃথক দুইটি কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে অনুমোদন দিয়েছেন।
উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের জন্য গঠিত কমিটি কি কাজ করবে সে সম্পর্কে জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক অনুমোদনের পর সার্ভে রিপোর্টে উল্লিখিত এবং ক্লডেমনেশন কমিটি কর্তৃক সুপারিশকৃত ‘সর্বনিম্ন মূল্য-অনুযায়ী নিলামে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র প্রকল্প পরিচালকের দপ্তরে প্রেরণ করবেন।
সর্বোচ্চ মূল্যায়িত দরপত্রদাতার উদ্বৃত্ত দর অনুমোদিত নিম্নতম মূল্যের নীচে পাওয়া গেলে পুনরায় দরপত্র আহ্বানের ব্যবস্থা করতে হবে।
সর্বোচ্চ মূল্যায়িত দরপত্র দাতার দরপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার পর সর্বপ্রথমে অনুমোদিত মূল্যের উপর বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত আয়কর ও ভ্যাট ট্রেজারি চালানের মাধ্যমে জমা করত, ট্রেজারি চালানসহ মালামালের মূল্য উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের প্রকল্প পরিচালকের অনুকূলে ব্যাংক/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, পৃথক দুইটি কমিটির মধ্যে কনডেমনেশন উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে ঢাকা ওয়াসার সিভিল নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।
এছাড়া কনডেমনেশন কমিটি এবং দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসা মডস জোন ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে সংগ্রহ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।
পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন— পানি ও হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী, পয়ঃ বিভাগের, নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক ও তড়িৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ঢাকা ওয়াসার প্রশাসন বিভাগের উপসচিব এবং হিসাব রক্ষণ কর্মকর্তা।