
আস্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিন ভূখণ্ডে মানবিক সহায়তা বাড়ানোর জোর তাগিদ দিয়েছেন । মঙ্গলবার ফিলিপাইনে সরকারি সফরকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার সমগ্র জনসংখ্যা ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার’ সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, ‘গাজার জনসংখ্যার শতভাগ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। এটিই প্রথমবারের মতো পুরো জনসংখ্যাকে এত শ্রেণীবদ্ধ করা হয়েছে।’
এদিকে, জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের বরাতে জানা গেছে,, উত্তর গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা দ্বিগুণ এখন দ্বিগুন । মাত্র এক মাসের মধ্যে এটা হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ১৩ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
সূত্র : এএফপি ও এনডিটিভি।