
ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) পৌরসভার মুন্নু কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রায় ৫০০ লোকের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন ও আজাহার আলী, পৌরযুবলীগের সভাপতি আমিনুর রহমানসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গও ধামরাই, সাভার, সাটুরিয়া ও আশুলিয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।