
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটির দুর্নীতিবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজত থেকে প্রথম সরকারি নির্দেশনা জারি করেছেন। এতে পানি এবং নর্দমার সমস্যা নিয়ে নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (২৩ মার্চ) রাতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে রোববার (২৪ মার্চ) সকালে জানিয়েছেন দিল্লির পানিমন্ত্রী অতীশি।
দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অতীশি বলেন, শহরের কিছু এলাকায় পানি ও নর্দমার সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পানি সংকটে থাকা এলাকায় পর্যাপ্ত পানির ট্যাঙ্কার মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে অতীশি বলেন, এমন কঠিন পরিস্থিতিতেও তিনি নিজের কথা নয়, দিল্লির মানুষ ও তার বাসিন্দাদের সমস্যার কথা ভাবছেন।
পানি ও নর্দমা সমস্যা নিয়ে কাজে দরকার হলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সহযোগিতা নিতেও নির্দেশ দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল।
বৃহস্পতিবার (২১ মার্চ) দিল্লির সিভিল লাইনস এলাকায় সরকারি বাসভবনে তল্লাশি চালিয়ে অর্থ পাচার বিরোধী আইনের অধীনে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। শুক্রবার মদ কেলেঙ্কারিতে কথিত অনিয়মের ক্ষেত্রে তার ভূমিকার বিষয়ে বিস্তারিত ও দীর্ঘস্থায়ী জিজ্ঞাসাবাদ করার জন্য ২৮ মার্চ তাকে ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন দিল্লি একটি আদালত।
মুখ্যমন্ত্রী জেলে থাকায় এখন কে দিল্লি শাসন করবে তা নিয়ে জল্পনা চলছে। অতীশি সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেছেন, জেল বা ইডি হেফাজত থেকে কেজরিওয়ালই দিল্লি সরকার চালাবেন। সূত্র : পিটিআই।