
চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি আলাওল কলেজ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রশাসন বাঁশখালী চট্টগ্রাম মহান স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে এর আয়োজন করেন।
অনুষ্ঠানে বাঁশখালী উপজেলার ইউ,এন,ও জেসমিন আক্তার। সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরুর প্রাক্কালে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
সকাল ৬:৩০ টায় জাতীয় পতাকা উত্তোলন
সকাল ৮:৩০ টায় উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ গ্রহণ।
সকাল ১০:০০টায় কলেজ মিলনায়তনে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, আলোচনায় অংশ গ্রহণ করেন জনাব এনামুল হক জামালী, জনাব ওসমান গণি, জনাব আবদুল্লাহ নোমান, জনাব সন্জীব কুমার সেন,জনাব অসীম চৌধুরী,জনাব এস এম আতাউর রহমান, জনাব আমিনুর রহমান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিজুর রহমান বিশেষ অতিথি জনাব আমিনুর রহমান বিশেষ অতিথি জনাব রাজশ্রী আইচ সভাপতি জনাব কায়সার আলম তালুকদার পুরা অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব ফজিলাতুন্নিছা।