মালয়েশিয়া : দীর্ঘ দিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার উইংয়ে পর্যাপ্ত গাড়ি চালকের অভাব রয়েছে। এতে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অথচ দেশটিতে গাড়ি চালানোয় দক্ষ এবং মালয় ভাষায় পারদর্শী বাংলাদেশির সংখ্যা নেহাত কম নয়।
হাইকমিশনের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা বাংলাদেশ থেকে নিজেদের পরিচিত ব্যক্তিদের গাড়ি চালক হিসেবে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছেন। যদিও বাংলাদেশ থেকে গাড়ি চালক নিয়োগ দিয়ে মালয়েশিয়ায় অত্যন্ত পাঠানো ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ব্যাপার।
জানা গেছে, মালয়েশিয়ায় দূতাবাস কর্মতর্তাদের শ্রমিক সংক্রান্ত জরুরি প্রয়োজনে ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন, কনস্যুলার সেবাসহ নানান কাজ বাইরে যেতে হয়। কিন্তু গাড়ি চালক না থাকায় এসব স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। ফলে সেবা প্রত্যাশী প্রবাসীদের মাঝে দূতাবাসের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
এ বিষয়ে জানতে মালয়েশিয়া দূতাবাসের লেবার কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলামকে ফোনকল করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।