তাসফিয়া তাসনিম: কোনো এক ডিসেম্বরের কুয়াশা ভেজা আবছা শিশিরের সকালের উষ্ণতায় খুঁজে পেয়েছিলাম তোমায়। চলতে ছিলো তো বেশ। মনে আছে কি তোমার?
জানুয়ারির প্রথম দিন। কপালেতে আলতো করে চুমু দিয়ে লজ্জা ভাঙ্গিয়ে ছিলে আমার। তোমায় কী করে ভুলে যাই বলো? তোমার সেই মিষ্টি হাসি, রাগান্বিত চোখ, আজও স্পষ্ট সবই মনে আছে আমার।
তুমি হয়তো ভুলে গেছো, কিংবা মনে রেখেছ কিনা কে জানে! আরেকটি ডিসেম্বর আসবে পূর্ণ হবে আমাদের সম্পর্কের একটি বছর। মনের মধ্য কত কথাই না জমা ছিল বিশেষ দিনটিতে বলবো তোমায়।
কই হারালে তুমি? মনে কি পড়েনা তোমার? ফাঁকা ফাঁকা লাগে না আমায় ছাড়া? হাহাকার করে উঠে না বুকের বাঁ পাশে? আজও কী আমার নাম শুনলে চমকে উঠো? এখন কী আর আমার কন্ঠ শুনতে ইচ্ছে করে? মায়া হয় আমার জন্য? নাকি সব ভুলে অন্য কারো মায়ায় বিভোর থাকো?
তুমি বলছিলে আজ থেকে বিশ বছর পড়ও আমরা এমনই থাকবো। অথচ দেখো আজ যখন মার্চ এর প্রথম দিকে বসন্ত শেষ হতে লাগলো, ফুল গুলোর মতো তুমিও ঝড়ে গেলে। হারিয়ে গেলে বসন্তের সাথে সাথে তুমিও আমার জীবন থেকে।
শুধু স্মৃতি হয়ে থেকে গেলো ১৬ ই ডিসেম্বর থেকে শুরু করে ১৬ ই মার্চ পর্যন্ত সেই একশত দিন।বহু বছর পড়ও মনে পড়বে সেই ১৬ ই ডিসেম্বর। মনে পড়বে সেই তুমি টাকে, তোমায় দেয়া সেই ডাকনাম চকলেটে। মনে পড়বে বিচ্ছেদের সেই মার্চ মাস আর ঘটে যাওয়া সেই একশত দিন।
স্মৃতি হয়ে রয়ে গেলো প্রথম দেখার সেই গুলিস্তান। আবার যদি কোনো এক ডিসেম্বরের কুয়াশা ভেজা আবছা সকালে তোমায় আবার খুঁজে পাই! অপেক্ষায় রইলাম কোন এক ডিসেম্বরের।
ডেইলি ঢাকা প্রেস/রেজাই রাব্বী/২৫ জুন, ২০২৪