রায়হান আহমেদ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় গাঁজাসহ মোঃ সুমন(৩০)মোঃ রুবেল (২৪) নামের দুই ব্যক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
শনিবার (১৩ জুলাই ) রাত সাড়ে দশটার দিকে উপজেলার পাতাছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করলে ০১ কেজি ৫২০ গাঁজাসহ আসামীদের আটক করেছে গুইমারা থানা পুলিশ।
আটকৃত ব্যক্তি গুইমারা জালিয়াপাড়া এলাকার মৃত নুরুল ইসলামআর ছেলে মোঃ সুমন ও একই এলাকার ।মোঃ মফিজ এর ছেলে মোঃ রুবেল।
গুইমারা থানা অফিসার ইনচার্জ আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।