নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৬) পরিচিতি সভা গতকাল চার তারকা বিশিষ্ট হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জি. এবিএম সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্যে কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক জানান, সংগঠনটি দীর্ঘদিন কো-অর্ডিনেটর কমিটির মাধ্যমে চলে আসছিল, আজ তা পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিয়েছে যা সত্যি আনন্দদায়ক।
এখন থেকে সংগঠনের প্রতিটি সদস্যের সুযোগ সুবিধা ও অসুবিধা আরো গুরুত্ব সহকারে দেখা সম্ভব হবে। সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুস সালিক জানান, সংগঠনের প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে, তবেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অভিষেক আয়োজক কমিটির আহ্বায়ক কাজী বজলুর রশিদ তার বক্তব্যে বলেন, আল্লাহর অশেষ রহমতে আয়োজক কমিটি উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটি এবং সদস্যবৃন্দকে এক করতে পেরেছে। কাজটি কষ্টসাধ্য হলেও বেশ আনন্দের।
এই হাসি আনন্দ ভাগাভাগি করেই এগিয়ে যেতে চায় বায়াম্পা। নতুন কমিটির প্র্রত্যেককে নিয়ে কেক কেটে ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সভাপতি। রাতের খাবার শেষ করে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি শিল্পী ছাড়াও অংশ নেন বায়াম্পা’র সদস্যরা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্য নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।