নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত নাম বিশেষ করে মডেলিং এ নিয়মিত কাজের স্বাক্ষর রেখেছেন জশ মির্জা। দেশের গন্ডি পেরিয়ে অনেক আগেই যুক্ত হয়েছেন থাইল্যান্ডের মডেল এজেন্সির সঙ্গে। নিয়মিত কাজ করে যাচ্ছেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাইয়ে। দুবাইয়ে বড় বড় বিলবোর্ড শোভা পাচ্ছে জশের। মডেলিং নিয়মিত সময় দিলেও দেশের বাইরের বিভিন্ন ওটিটি তে করেছেন বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ। তবে এবারই প্রথম কাজ করেছেন হলিউড হরর ফিকশন সিনেমায়। “মিয়া” নামক হরর ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জশ মির্জা।
দক্ষিণ ভারতীয় পরিচালক জয় সিনেমাটি পরিচালনা করেছেন। গল্পটি বেশ ভিন্নধর্মী। একটি পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয় সিনেমাটি। গল্প শুরু হয় সত্তর দশকের ভারতীয় এক জনপ্রিয় চিত্রশিল্পী মহেশ কে কেন্দ্র করে। তার শিল্পকর্মে মুগ্ধ হয়ে সূদুর আমেরিকা থেকে চলে আসে এক তরুণী। আলাপ পরিচয় এগিয়ে যায় প্রেমের সম্পর্কে। সেখান থেকেই বিয়ে পিড়িতে বসা। মেয়েটি তার নাম পরিবর্তন করে গায়িত্রী নামে পরিচিতি পায়। বিয়ের পর পাড়ি জমায় আমেরিকাতে। সেখানে তাদের একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। সে সময়ে ভারতীয়রা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে অভ্যস্ত। মহেশ ও সে ধারণার বাইরে যেতে পারেনি। সে একদিন গায়িত্রীকে না জানিয়ে তার কন্যা কে মাটি চাপা দিয়ে আসে। তবে ঘটনাটা গৃহপরিচারিকা ন্যানি দেখে ফেলে। তাকে ভয় দেখায় মহেশ। যে কারণে ঘটনাটা সে কাউকে বলেনা। এর পরে তাদের আবার একটি কন্যা সন্তান হয়। তবে এবার আগে থেকেই গায়িত্রীকে সাবধান করে গৃহপরিচারিকা এবং পূর্বের ঘটনা বলে দেয়। তখন বাচ্চা নিয়ে বাসা থেকে পালিয়ে যায় গায়িত্রী। কিন্তু পথিমধ্যে মহেশ তাদের গতিরোধ করে। বাকবিতন্ডতার এক পর্যায়ে পাহাড়ের কোণায় দাড়িয়ে থাকা গায়িত্রী পা পিছলে বাচ্চাসহ পড়ে যায়। পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না। এ ঘটনায় উম্মাদ হয়ে যায় মহেশ। একাকিত্ব জীবনে সে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয়। এক পর্যায়ে আত্মহনন করে মহেশ। পরবর্তীতে তার আত্মা খুঁজে বেড়ায় গায়িত্রীকে। কাকতালীয় ভাবে হুবহু গায়িত্রীর মতো দেখতে এক তরুণীকে আবিস্কার করে মহেশ। এবং তার কোলে একটি বাচ্চা দেখতে পায়। মহেশের আত্মা ধারণা করে এই মেয়েই গায়িত্রী এবং কোলের বাচ্চাটি তাদের। সেখান থেকে শুরু হয় তাদের পিছু ধাওয়া করা এবং ঘটতে থাকে নানা অঘটন। এভাবেই এগিয়ে যায় গল্প।
২০২৪ সালের বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর জনপ্রিয় ওটিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে “মিয়া“। এ প্রসঙ্গে জশ মির্জা বলেন, এ কাজটি অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণের দারুণ একটি সুযোগ। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। বাকিটা সিনেমা মুক্তির পর দর্শকদের অভিব্যাক্তি জানান দিবে কতটুকু কি করতে পেরেছি। আমি আশাবাদি এবং বিশ্বাস করি সিনেমাটি সবার ভালো লাগবে। সিনেমাটির মহেশ চরিত্রে রয়েছেন জশ মির্জা, গায়িত্রী চরিত্রে ব্রুনা লিসবোয়া এবং মিয়া চরিত্রে অভিনয় করেছে কিম। মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। কিছুদিন পরেই সিনেমাটি ট্রেলার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।