আনন্দলোক প্রতিবেদক: ছাত্র আন্দোলনে প্রথম থেকে নাট্য নির্মাতা রানা বর্তমান স্ব-শরিরে অংশগ্রহন করেছেন। নির্মাতার ফেসবুক ঘেটে দেখেছি তিনি নিজেই মাঠে প্রতিবাদ করেছেন। শুধু মাঠে নয় তার অনলাইনে প্রতিনিয়ত ছিলো ছাত্র আনন্দোলনের পক্ষে পোষ্ট। পাশাপাশি ছাত্রদের উৎসাহিত করতে লিখেছেন একটি সাহসি বাংলা গান।
গানের কথাগুলো ছাত্রদের ব্যবহারিত সব শ্লোগান ও তৎকালিন সময়ের গুরুত্বপূর্ন বিষয়ের উপর। গানের কথা, ”আমার ভাইরে মারলি কেন” গানটিতে কন্ঠ দিয়েছেন জেনিফার গোমেজ। ইতিমধ্যে গানটির রিল সঙ্গীত শিল্পী জেনিফার প্রোফাইলে ৫ মিলিয়ন ভিউ সহ ইউটিউবে ১ মিলিয়ন ৪ লাক্ষ । এত অল্প সময় গানটি জনপ্রিয়তা পেয়ে যাবে তা নির্মাতা ও গীতিকার রানা বর্তমান লেখার সময়ই আশা করেছিলেন। গানটি দেশের সাধারন মানুষের কাছে এমন গ্রহনযোগ্যতা পেয়েছে তা সত্যিই আনন্দের।
পাশাপাশি সঙ্গীত শিল্পী জেনিফার গোমেজ বলেন, রানা বর্তমান ভাইয়ের গানের লিরিক্স প্রথম দেখেই আমার ভিষন ভালো লেগেছে কিন্তু কিছুদিন পর একটু ভয়ও কাজ করছিলো। তবে আমি গানটি আরো সুন্দর করে গাইতে পারতাম- যদি আরো একটু বেশি সময় পেতাম, সেই সময় আমাকে দেয়নি । আমি ভিষন আনন্দিত যে , দেশের ছাত্র সমাজের পাশে আমি একজন কন্ঠযোদ্ধা হিসাবে দাড়াতে পেরেছি। আমিও একসময় ছাত্রি ছিলাম, তাই সেই দায়িত্ববোধের জায়গা থেকে শুধু ছাত্রছাত্রিদের উৎসাহ দিতেই আমার এই সামান্ন্য চেষ্টা।