বৈষম্য বিরোধী আন্দোলনে সাহসের জ্বালানীর জোগান দিয়েছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে মেধা শহীদদের নিয়ে দশ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারসার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।
এবার এ গায়িকা নিয়ে এলেন নতুন একটি গান। ‘প্রার্থনা’ শিরনামের এ গানটিতে পারশা দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব। এর কথা ও সুর যৌথভাবে করেছেন এসএম ফয়সাল ও শরিফুল ইসলাম ঘুড্ডি।
পারশা বলেন, ‘এই প্রথম মাহতিম সাকিবের সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া। তাঁর গায়কী নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ তিনি পরীক্ষিত একজন শিল্পী। দু’জনের চেষ্টা ছিল গায়কীতে নিজেদের সেরাটা তুলে ধরার। কথা-সুর-সংগীতায়োজন-গায়কী সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’
গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন মাহতিম নিজেই। সংগীতায়োজনে ছিল সাউন্ড হ্যাকার। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।