জীবনশৈলী: শরৎ শেষ, শুরু হয়েছে হেমন্ত । রাতে এখনই মিলছে হিমের পরশ।
কার্তিক – অগ্রহায়ণ এই মাস নিয়ে হেমন্ত কাল। হেমন্ত হলো শরৎকালের পর এই ঋতুর আগমন। এর পরে আসে শীত,
ফ্যাশন হাউজ বার্ডস আই হেমন্ত উপলক্ষে সময় উপযোগী টি-শার্ট নিয়ে এসেছে তাদের আউটলেট গুলোতে। আরামদায়ক সব কাপড়ের তৈরি বার্ডস আই সকল পোশাক।
প্রতিটি উপলক্ষে তাদের পোশাকের নতুনত্ব নিয়ে আসে
সেই সাথে ছেলেদের সব ধরনের পোশাক রয়েছে ফ্যাশন হাউজটিতে যেমন, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি ।
চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি, সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রেতা ( BIRDS EYE ) বার্ডস আই।
আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২ টি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।