ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুজনকে বদলি করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়।
আদেশে গোয়েন্দা তেজগাঁও বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (তেজগাঁও জোনাল টিম) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহজাহান হোসেনকে উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) (সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ডিএমপি সহকারী পুলিশ কমিশনার মো. ইলিয়াস কবিরকে গোয়েন্দা রমনা বিভাগে ও ডিএমপি সহকারী পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন খানকে ক্রাইম বিভাগ ঢাকা মেট্রোপলিটন (ক্রাইম-২) পুলিশ সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।