তৌফিক অপু : থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যখন সিনিয়রদের পারফর্মেন্স দেখতাম শিক্ষানবিশ হিসেবে তখন মনে হলো এতো কঠিন কাজ কি করে আয়ত্তে আনা সম্ভব? পরোক্ষণেই মনে হলো এ কাজটি করার জন্যই তো মন স্থির করেছি। তাই নিজ সংকল্পে দৃঢ থেকে মন দিয়ে অভিনয় শেখার চেষ্টা চালিয়ে গেছি।
কথাগুলো বলছিলেন সময়ের ব্যস্ত অভিনয় শিল্পী ফরহাদ লিমন। কথা হয় তার অভিনয় জীবনের আদ্যপান্ত নিয়ে। ক্যারিয়ারের বিভিন্ন দিক থাকতে অভিনয় কেন পেশা জানতে চাইলে লিমন জানান, অনেকেই তো অভিনয় কে পেশা হিসেবে বেছে নিয়েছে ঠিক তেমন আমিও নিয়েছি, তবে এ কথা সত্যি অভিনয় ছাড়া বিকল্প কিছু করবো না সেটা ছোট বেলা থেকেই সিদ্ধান্ত নেয়া। সেই সাদা কালো টেলিভিশনের যুগে নাটক সিনেমাতে যেসব অভিনয় শিল্পীদের অভিনয় দেখার সুযোগ হয়েছিল তা বরবরই আমার মনে দাগ কাটতো। শুধু মনে হতো এতো অভিনয় নয় জীবনেরই একটা অংশ তুলে ধরছেন তারা। সমাজে অনেক ম্যাসেজ এই মাধ্যম ব্যবহার করে দেয়া সম্ভব। অন্যরকম এক টান আমি অনুভব করতাম।
সে ভালো লাগার জায়গা থেকেই সিদ্ধান্ত নেয়া। তবে আমি যে বয়সে সিদ্ধান্ত নিয়েছি সে বয়সে সিদ্ধান্তে অটল থাকা মুশকিল। আমাদের সমাজে পরিবার কিংবা বাবা মা সিদ্ধান্ত দিয়ে থাকে ছেলে বা মেয়ে বড় হয়ে কি করবে। আমার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হয় নি। তবে আমার দৃঢ়তা আমার সিদ্ধান্ত বদল হতে দেয়নি। তাই আজও জড়িয়ে আছি। জীবন চলে যাচ্ছে লাভ লসের হিসেবে করতে বসিনি এখনো। পেশা হিসেবে অভিনয় কি পরিপূর্ণ প্যাল্টফর্ম এ ব্যাপারে জানতে চাইলে লিমন জানান, অভিনয়ের সুযোগ এখন আগের তুলনায় বেড়েছে।
এখন টিভি চ্যানেল ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম গুলো বেশ সাপোর্টভ। সেখানেও অভিনয় শিল্পীরা ভালো রেমুনারেশন পেয়ে থাকে। আমার কাছে মনে হয় অভিনয় শিল্পী হিসেবে কাজ করার পরিধি বৃদ্ধি পাওয়া শিল্পীদের জন্য আশির্বাদ। দিনে দিনে অভিনয় শিল্প শক্ত অবস্থান তৈরি করছে বলে মনে করি। পরিবর্তিত পরিস্থিতিতে শিল্প সংস্কৃতি চর্চায় শংকা তৈরি হতে পারে এমন প্রশ্নে লিমন বলেন, মোটেই শংকা তৈরি হবে না। শিল্প সংস্কৃতি একদিনের তৈরি খুঁটির ওপর দাড়িয়ে নেই যে, যে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিবে।
আর কেনই বা দিবে? সমাজের চিত্র প্রতিনিয়ত ফুটিয়ে তোলা হচ্ছে এ মাধ্যম দিয়ে। শিল্প সংস্কৃতি ধ্বংস হলে তো দেশেরই অস্তিত্ব থাকে না। তাই আমার মনে হয় দিনে দিনে প্রসারিত হবে শিল্প সংস্কৃতি। বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত জানতে চাইলে বলেন, এরই মধ্যে এনটিভিতে তাইফুর জাহান আশিকের ধারবাহিক ফাউল জামাই তে কাজ করছি,ওটিটি প্ল্যাট ফর্ম বঙ্গতে নিফতা আনামের তারাবাতি , জনপ্রিয় পরিচালক রায়হান রাফির ওয়েব সিরিজ ব্ল্যাক মানি কাজ করেছি।
কাজ শেষ করেছি মিজানুর রহমান লাবুর সিনেমা আতর বিবি লেন এর। এছাড়া সিঙ্গেল নাটক আলামিন মাসুদের ত্যাজ্য জামাই, এস আর মজুমদারের নার্ভাস কাপল , মুহিদুল মুহিমের সঙ্গে কাজ করলাম, সহিদুন নবি’র গাধা এবং আলাল ও দুলাল, সুদীপ্ত সাঈদ খান কিসিং কেস, এস আর মজুমদার ধুম্রজালে কাজ করেছি। ব্যক্তিগত জীবনে স্ত্রী এবং দুই মেয়ে লামিসা ও ফারিসা নিয়ে তার স্বপ্নজাল বোনা। জীবনে বাকি সময়টুকু অভিনয় নিয়েই ব্যস্ত থাকার প্রয়াস জানালেন ব্যস্ত এ অভিনেতা।