
ক্রিড়াঙ্গন প্রতিবেদক : মালয়েশিয়াতে ক্রিকেট নিয়ে সবচেয়ে বড় স্মৃতি রয়েছে বাংলাদেশীদের। সে ঐতিহাসিক সূচনা বাংলাদেশের ক্রিকেটকে আজ এ পর্যন্ত এনেছে। আবারও একটি সুযোগ এসেছিলো তবে সেটা অনুর্ধ ১৯ দলের নারী ক্রিকেটারদের কাছে। তবে উচ্ছসিত হওয়ার চেয়ে মলিন বদনেই মাঠ ছাড়তে হয়েছে মেয়েদের। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপের সামনে ওপেনার ফাহমিদা ছোঁয়া আর চার নম্বর ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।