Site icon Daily Dhaka Press

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

সুপারস্পোর্ট পার্কে মার্কো ইয়ানসেন ও কাগিসো রাবাদা যে কীর্তি গড়লেন তা যুগ যুগ স্মরণে রাখবে দক্ষিণ আফ্রিকা। দুজনের দুর্দান্ত প্রতিরোধে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে প্রোটিয়ারা। এ জয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় টানা নবম টেস্ট হেরেছে পাকিস্তান। যার শুরুটা সেই ২০০৭ সালে।

রবিবার পাকিস্তানের ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করা প্রোটিয়ারা দলীয় শতকের আগে খুইয়ে ফেলে ৮ উইকেট। মূলত স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দেন মোহাম্মদ আব্বাস। তিন বছর পর জাতীয় দলে ফেরা এই পেসার একাই তুলে নেন ৬ উইকেট। যদিও একটা পর্যায়ে উইকেটে থিতু হয়ে যান ইয়ানসেন ও রাবাদা। তারা পাকিস্তানের বাড়া ভাতে পানি ঢেলে দিয়ে ২ উইকেটে জয় উপহার দেন।

ইতিহাস বলছে, চতুর্থ ইনিংসে একশ রানের নিচে ৮ উইকেট হারানোর পরও টেস্ট জয়ের চতুর্থ ঘটনা এটি। এবারের আগে সবশেষটিতে জয়ী দল ছিল পাকিস্তান। ১৯৯২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ রানের লক্ষ্য তাড়ায় ৯৫ রানে ৮ উইকেট হারানোর পর ২ উইকেটে জিতেছিল তারা।

দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানের মামুলি লক্ষ্যে দিনের শুরুটা একেবারে খারাপ ছিল না দক্ষিণ আফ্রিকার। ৩ উইকেটে ২৭ রান নিয়ে দিন শুরু করা স্বাগতিক দল চতুর্থ উইকেট হারায় ৬২ রানে। প্রান্ত আগলে খেলতে থাকা এইডেন মার্করাম ব্যক্তিগত ৩৭ রানে আব্বাসের বলে বোল্ড হলে ভাঙে প্রতিরোধ। তার পরও সমস্যা ছিল না।

অধিনায়ক টেম্বা বাভুমা এগিয়ে নিতে থাকেন দলকে। প্রোটিয়া অধিনায়ককে ব্যক্তিগত ৪০ রানে ফিরিয়ে এই প্রতিরোধও ভাঙেন আব্বাস। তখন স্কোর ছিল ৫ উইকেটে ৯৬। তার পর নাসিম শাহ, আব্বাসের তোপেই দ্রুত সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।

স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৯৯ রানে ৮ উইকেট! সেখান থেকেই ব্যাটিং বীরত্বে ম্যাচ জয়ে অবদান রাখেন পেসার রাবাদা ও অলরাউন্ডার ইয়ানসেন। দুজনে মিলে নবম উইকেটে তুলেন ৫২ রান। দলকে উপহার দেন ২ উইকেটে জয়। ১৩৭ রান (৮৯ ও ৩৭) সংগ্রহ করে ম্যাচসেরা হয়েছেন মার্করাম।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ২১১
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩০১
পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ২৩৭

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ১৪৮) (আগের দিন ২৭/৩) ৩৯.৩ ওভারে ১৫০/৮ (মার্করাম ৩৭, বাভুমা ৪০, বেডিংহ্যাম ১৪, ভেরেইনা ২, ইয়ানসেন ১৬*, রাবাদা ৩১*; শাহজাদ ১০-০-৪৭-১, আব্বাস ১৯.৩-৬-৫৪-৬, নাসিম ৯-০-৩৪-১, জামাল ১-০-১১-০)

ফল: দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে জয়ী
সিরিজ: ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
ম্যাচসেরা : এইডেন মার্করাম

Exit mobile version