
আনন্দলোক প্রতিবেদক : কত লোকে কত কথা বলে শিরোনামে গাইলেন আলোচিত সংগীত শিল্পী বর্ষা চৌধুরী।
গত সাত ফেব্রুয়ারি পূর্বাচলে গানটির মিউজিক্যাল ফিল্মের কাজ শেষ হয়েছে।
আগামী ভালোবাসা দিবসে গানটি মুন্না খান মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হবে।
গানটিতে মডেল হিসেবে দেখা যাবে অভিনেত্রী মহিমা চৌধুরী এবং ইব্রাহিম বীর খান কে।
চমৎকার গানটি আপনাদের সকলের ভালো লাগবে। জানিয়েছেন বর্ষা চৌধুরী।
মুন্না খান বলেন গানটি অনেক আবেগ নিয়ে বাস্তবতাকে ঘিরে লিখেছি, বর্ষা খুব চমৎকার গেয়েছে সে সঙ্গে রোহান রাজ গানটি খুব চমৎকার করে মিউজিক করেছে।
আশা করছি গানটি সকলের মন ছুয়ে যাবে।