Site icon Daily Dhaka Press

ঢাকা মোটর শো-এ আকিজ রিসোর্সের বেনজোল লুব্রিকেন্টস

দেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ অটোমোটিভ প্রদর্শনী ‘ঢাকা মোটর শো ২০২৫’-এর ১৮তম আসরে অংশ নিচ্ছে আকিজ রিসোর্স। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বেনজল লুব্রিকেন্টস-এর একমাত্র পরিবেশক হিসেবে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।

তিন দিনব্যাপী এই আয়োজন আগামী ১ মে শুরু হয়ে ৩ মে পর্যন্ত রাজধানীর পূর্বাচলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বাংলাদেশ (ICCB)-এ অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আকিজ রিসোর্স তাদের পণ্য ও সেবাগুলো হল ০২-এর স্টল বি২ (B2)-এ প্রদর্শন করবে।

এবারের “ঢাকা মোটর শো ২০২৫”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন CEMS Global USA-এর প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তার সঙ্গে থাকবেন প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এস. এস. সারোয়ার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর কামরুল ইসলাম।

বেনজোল লুব্রিকেন্টস-এর আন্তর্জাতিক অংশীদার বেনজোল গ্লোবাল থেকেও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন প্রদর্শনীতে। উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিশান মোল্লু, এবং ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার সঞ্জয় গুপ্তা।

আকিজ রিসোর্স-এর পক্ষ থেকে প্রদর্শনীতে প্রতিনিধিত্ব করবেন প্রধান ব্যবসায়িক উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হাসান এবং আকিজ অটোমোবাইলস-এর অপারেশন হেড মোহাম্মদ হাদিউজ্জামান খান।

প্রদর্শনীতে অংশগ্রহণের বিষয়ে আকিজ রিসোর্স জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে বেনজোল লুব্রিকেন্টস-এর পণ্য ও প্রযুক্তিগত অগ্রগতি দর্শনার্থীদের সামনে তুলে ধরা এবং অটোমোটিভ শিল্পে মানসম্পন্ন সেবার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।

“ঢাকা মোটর শো” গত প্রায় দুই দশক ধরে দেশে আন্তর্জাতিক অটোমোবাইল ব্র্যান্ড ও প্রযুক্তি নিয়ে আগ্রহী দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। এবারের আয়োজনে দেশি-বিদেশি বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যন্ত্রাংশ নির্মাতা ও লুব্রিকেন্টস ব্র্যান্ড অংশ নিচ্ছে।

Exit mobile version