Site icon Daily Dhaka Press

আইপিএলে খেলার অনুমতি চায় সাকিব-মোস্তাফিজ

হঠাৎ করেই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে মাঠে নামার আগে দরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র বা এনওসি। তাই বৃহস্পতিবার দুপুরেই এনওসি চেয়ে বিসিবিতে আবেদন জমা দিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, “সাকিব ও মোস্তাফিজ এনওসি চেয়ে আবেদন করেছেন। সাকিব খেলতে চান লাহোর কালান্দার্সের হয়ে, আর মোস্তাফিজ ফিরতে চান দিল্লি ক্যাপিটালসে। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে তাদের এনওসি দেওয়া হবে কিনা।”

>> আইপিএলের মাঠে ফের বোমা হামলার হুমকি

দুই বছর পর আইপিএলে ফিরছেন কাটার মাস্টার মোস্তাফিজ। বুধবার দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জার্সি পরা মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে লেখে, “দুই বছর পর মোস্তাফিজুর রহমান ফিরলেন। তিনি জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় দলে এসেছেন।”

অন্যদিকে, দীর্ঘ বিরতির পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবার দেখা যাবে সাকিবকে। লাহোর কালান্দার্স বহু আগেই সাকিবের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে পিএসএলে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ১৪ ম্যাচে করেছেন ১৮১ রান, সঙ্গে নিয়েছেন ৮ উইকেট।

>> ৬ কোটিতে আইপিএল খেলবেন মোস্তাফিজ

জাতীয় দলে অনিয়মিত থাকায় সাকিবের এনওসি পেতে খুব একটা জটিলতা হওয়ার কথা নয়। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ মে থেকে শুরু হওয়া আইপিএল ও পিএসএলের শেষ ধাপে মাঠ মাতাতে দেখা যাবে এই দুই ক্রিকেটারকে।

Exit mobile version