Site icon Daily Dhaka Press

সাকিবের পর পিএসএলে ডাক পেলেন মিরাজ

আইপিএল এবং পিএসএলে দেখা গেল দুই বাংলাদেশি তারকাকে। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে দুই আসর পর জরুরি তলব পড়েছে মুস্তাফিজুর রহমানের। আর পাকিস্তানের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হলো সাকিব আল হাসানের।

তবে এখানেই থামছে না আপাতত বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগের যাত্রা। এবার ডাক এসেছে মেহেদি হাসান মিরাজের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের দ্বারস্থ হয়েছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর এবারে মিরাজের দিকে হাত বাড়িয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

প্রস্তাব পাওয়ার পরই মিরাজ বিসিবির কাছে পিএসএল খেলতে ছাড়পত্র চেয়েছেন। তবে মিরাজ ঠিক কখন অনুমতি পাবেন সেটি এখনই বলা যাচ্ছে না। যদি অনুমতি পেয়ে যান, তবে এটি হবে মিরাজের জন্য প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ।

>> আইপিএলে খেলার অনুমতি চায় সাকিব-মোস্তাফিজ

ধারণা করা হচ্ছে, দলের জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজার বদলি হিসেবেই মিরাজকে পেতে আগ্রহী হয়েছে লাহোর কালান্দার্স। ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে সিকান্দার রাজা খুব শীঘ্রই পিএসএল ছেড়ে যাবেন।

এদিকে, রোববার (১৮ মে)পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে লাহোরের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। ম্যাচে অবশ্য সাকিব ছিলেন মলিন।

ব্যাট হাতে গোল্ডেন ডাকের পর বল হাতে ২ ওভারে খরচ করেছেন ১৮ রান। তবে ম্যাচটা ঠিকই জিতেছে লাহোর। যেটা তাদের নিয়ে গেছে পিএসএলের এবারের আসরের প্লে-অফে।

Exit mobile version