Site icon Daily Dhaka Press

আরও বাড়ছে সিগারেট, জর্দা ও গুলের দাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তামাকজাত পণ্যে শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। এর ফলে সিগারেট, জর্দা ও গুলের দাম বাড়তে পারে, এমন ইঙ্গিত মিলেছে বাজেট বক্তৃতায়।

সোমবার (২ জুন) বাজেট প্রস্তাবনায় জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় তামাক চাষ নিরুৎসাহিত করতে তামাক বীজ আমদানিতে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি আরোপের প্রস্তাব করা হয়েছে। এজন্য আগের এইচএস কোড বিভাজন করে তামাক বীজের জন্য নতুন কোড চালু করার কথাও বলা হয়েছে।

বাজেট বক্তৃতায় আরও উল্লেখ করা হয়, তামাকজাত পণ্যের শুল্ক ফাঁকি সংক্রান্ত তদন্তে দেখা গেছে, সিগারেট উৎপাদনে ব্যবহৃত কিছু কাঁচামাল বাণিজ্যিকভাবে আমদানি করা হলে রাজস্ব হারানোর ঝুঁকি থাকে। সে কারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এসব কাঁচামালে শুল্ক হার তিনগুণ করার সুপারিশ করা হয়েছে।

এই সুপারিশের ভিত্তিতে প্রস্তাব করা হয়েছে—
-সিগারেট উৎপাদনে ব্যবহৃত পেপার আমদানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ১০০ শতাংশ সম্পূরক শুল্ক।
-বাণিজ্যিক আমদানিকারকদের জন্য একই পণ্যে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের সম্ভাবনা।
-অ্যাসিটেট টো ও অ্যাসিটেট ফিল্টার রড নামক কাঁচামালে বাণিজ্যিক আমদানিকারকদের জন্যও ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের পরিকল্পনা।
-এ লক্ষ্যে সংশ্লিষ্ট এসআরও সংশোধনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

সরকার মনে করছে, এসব ব্যবস্থা কার্যকর হলে তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত হবে এবং রাজস্ব ফাঁকিও কমবে।

Exit mobile version